সাতকানিয়ায় নিখোঁজের তিন দিন পর খামারের পুকুরে মিলল বৃদ্ধের লাশ

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় নিখোঁজের তিন দিন পর মৎস্য খামার থেকে এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মনির আহমদ (৭৭)। গত বুধবার বিকাল থেকে নিখোঁজ হওয়ার পর শনিবার রাতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জমাদার পাড়া মেডিখোলা এলাকার একটি মৎস্য খামার থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। বৃদ্ধ মনির আহমদ সোনাকানিয়ার জমাদার পাড়ার মৃত আলী মিয়ার পুত্র। নিহত বৃদ্ধের স্বজনরা জানান, মনির আহমদ গত বুধবার বিকালের দিকে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনরা আশপাশের এলাকাসহ সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। শনিবার রাত সাড়ে ১০টার দিকে জমাদার পাড়ার মেডিখোলা এলাকায় একটি মাছের খামারে স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখেন। পরে পরিবারের লোকজন ওই লাশটি বৃদ্ধ মনির আহমদের বলে শনাক্ত করেন।

সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দীন জানান, বৃদ্ধ মনির আহমদ হয়ত পানিতে নামতে গিয়ে অথবা অসতর্ক অবস্থায় মৎস্য খামারে পড়ে গিয়ে ডুবে নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের তিন দিন পর বাড়ির কাছাকাছি ওই মৎস্য খামার থেকে বৃদ্ধের গলিত লাশটি উদ্ধার করা হয়েছে।

লাশ উদ্ধারের পরপর সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাউসার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি আবু মাহমুদ কাউসার হোসেন জানান, বৃদ্ধের মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ না থাকায় তার লাশ বিনা ময়নাতদন্তে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহাটহাজারীর উত্তর মাদার্শা ইউপির চেয়ারম্যান গ্রেপ্তার