সাতকানিয়ায় নদভী এমপি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

| রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৮:১৭ পূর্বাহ্ণ

 

সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নে ড. আবু রেজা নদভী এমপি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গত শুক্রবার এওচিয়া মাদার্শা সংযোগ সড়ক সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিএমটিটিআর ক্যাবল নেটওয়ার্ক ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় তারা ৬ উইকেটে বীর মুক্তিযোদ্ধা আবু জিয়া স্মৃতি সংসদ একাদশকে পরাজিত করে। টসে জিতে ব্যাট করতে নেমে ৩১ রান করে বীর মুক্তিযোদ্ধা আবু জিয়া স্মৃতি সংসদ একাদশ। জবাবে বিএমটিটিআর ক্যাবল নেটওয়ার্ক একাদশ ২ উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান তুলে নেয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাতকানিয়া থানার ওসি আবদুল জলিল ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এসএম সাহাদাৎ হোসেন সাহেদ, কাউন্সিলর মোহাম্মদ রাসেল, মোজাম্মেল হক, নুরুল কবির, মোরশেদুল আলম মিন্টু, ওয়াসিম আলি, আমিন চৌধুরী, তৌফিক ইসলাম চৌধুরী, মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন টুর্নামেন্টের আহবায়ক দেলোয়ার হোসেন বেলাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিলামে সাকিব-মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি
পরবর্তী নিবন্ধজাতীয় ইয়ুথ দাবায় চট্টগ্রামের দিব্য দাশ ও লুবাবার সাফল্য