সাতকানিয়ায় নকল এলপি গ্যাসের সন্ধান, ২ গোডাউন সিলগালা

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৯:৩৮ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় বসুন্ধরার নাম ব্যবহার করে নকল সিল ও ক্যাপ লাগানো অবৈধ এলপি গ্যাসের ২টি গোডাউনের মালামাল জব্দ করে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অবৈধভাবে ব্যবসা করায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে সাতকানিয়া সদর ইউনিয়নের গারাঙ্গিয়া শাহ মজিদিয়া মার্কেট সংলগ্ন কাঁচা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। অভিযান পরিচালনাকালে গোডাউনের মালিক আলমগীর হোসেন পালিয়ে যায়।

জানা যায়, দীর্ঘদিন ধরে বসুন্ধরার নাম ব্যবহার করে সিলিন্ডারে নকল সিল ও ক্যাপ লাগিয়ে এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ক্রসফিলিং করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিল গোডাউন মালিক আলমগীর হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। অভিযানের বিষয়টি বুঝতে পেরে আলমগীর হোসেন কৌশলে পালিয়ে যায়। অভিযানকালে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় গোডাউন ২টি সিলগালা করে দেওয়া হয়। গোডাউনে ২টিতে মোট ১ হাজার ২১০টি সিলিন্ডার রয়েছে। এসব সিলিন্ডারসহ গোডাউনের মালামাল জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে ব্যবসা করায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, আলমগীর হোসেন বসুন্ধরার নাম ব্যবহার করে সিলিন্ডারে নকল সিল ও ক্যাপ লাগিয়ে অবৈধভাবে এলপি গ্যাসের ব্যবসা করে আসছিল। অভিযানে বিষয়টি প্রমাণিত হওয়ায় নকল সিল ও ক্যাপ ব্যবহার করা সিলিন্ডারের ২টি গোডাউনের মালামাল জব্দ ও সিলগালা করা হয়েছে। এছাড়া তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঢাবি শিক্ষকের অশালীন ছবি প্রকাশ, ৪ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধপাকিস্তানি তরুণী এখন নওগাঁর গৃহবধূ, থাকতে চান বাংলাদেশে