সাতকানিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক মো. ইউসুফকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরস্থ র্যাব-৭ এর ক্যাম্পের বিপরীত দিকে সড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৬ ডিসেম্বর সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের গনি পাড়ার মৃত সোনা মিয়ার পুত্র মো. ইউসুফ আচার, চকলেট ও টাকা দেয়ার কথা বলে ফুসলিয়ে শিশুটিকে ঘর থেকে পার্শ্ববর্তী খাল পাড়ের ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
পরে হাতে একটি দশ টাকার নোট ধরিয়ে দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেন। ঘটনার পরদিন ধর্ষিত শিশুটির মা বাদি হয়ে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার আসামিকে সাতকানিয়া থানার হস্তান্তর করা হবে বলে জানায় র্যাব।