সাতকানিয়ায় দেশীয় অস্ত্রসহ পিচ্চি জাহিদ গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ৫:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও স্থানীয় অস্ত্র ব্যাপারী জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদকে (৩৫) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড় টার সময় উপজেলার পুরানগড় ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্র (কিরিচ, দা, ছুরি) উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তার পিচ্চি জাহিদ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর মো. ফারহান ফুয়াদের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে পিচ্চি জাহিদের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

অভিযানকালে বাজালিয়া আর্মি ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি, ওয়ারেন্ট অফিসার মো. ফজলুল হকসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি বলেন, গ্রেপ্তার পিচ্চি জাহিদকে উদ্ধারকৃত ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র এবং মাদক নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল হক বলেন, জাহেদের বিরুদ্ধে থানায় একটি অস্ত্র ও দু’টি মাদক মামলা রয়েছে। তাকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। 

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি বিক্রেতার মৃত্যু
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা