সাতকানিয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা

| শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৯:৪৫ পূর্বাহ্ণ

দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতকানিয়া নানা আনুষ্ঠানিকতায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করেছে। এ উপলক্ষে এক সভা সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সাতকানিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। অতিথি ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মো. শামসুজ্জামান। বক্তব্য রাখেন কমিটির সহসভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী, মো. শাহ আলম, সাতকানিয়া থানার ওসি তদন্ত সুদীপ্ত রেজ জয়ন্ত, উপজেলা সহকারী কমিশনার মো. সামসুজ্জামান, সাতকানিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইলিয়াস ও মো. জয়নুল আবেদীন। বক্তারা বলেন, দুর্নীতি দমন হলে সমাজ ও রাষ্ট্রের চিত্র পাল্টে যাবে। দেশ গড়ার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধশহীদ উমরের কবর জিয়ারত করে জোবাইরুল আরিফের প্রচারণা শুরু