সাতকানিয়ায় দুই পল্লী চিকিৎসককে ১ লক্ষ টাকা জরিমানা

নিয়ম বহির্ভূতভাবে অস্ত্রোপচার

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ at ১০:২২ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় নিয়ম বহির্ভূতভাবে অস্ত্রোপচার, এন্টিবায়োটিক প্রয়োগ ও কোনো ডিগ্রি না থাকা সত্ত্বেও নিজেদেরকে বিভিন্ন কঠিন ও জটিল রোগের বিশেষজ্ঞ ডাক্তার বলে প্রচার করায় দুই পল্লী চিকিৎসককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলার ঠাকুরদীঘিরপাড় মসজিদ মার্কেটের আন নুর সেবা সেন্টারের মো. এহসান হাবিব এবং ছমদিয়া পুকুরপাড় এলাকার মেডিকেল সেন্টার ফার্মেসির সুকুমার দে কে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। অভিযানে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মোজাম্মেল হকও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্র মতে, উল্লিখিত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূত ভাবে বিভিন্ন অস্ত্রোপচার, রোগীদের এন্টিবায়োটিক প্রয়োগ ও কোনো ডিগ্রি না থাকা সত্ত্বেও নিজেদেরকে কঠিন ও জটিল রোগের বিশেষজ্ঞ ডাক্তার বলে প্রচার করে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘দুই পল্লী চিকিৎসক নিয়মবহির্ভূত ভাবে তাদের চেম্বারে অস্ত্রোপচার করে আসছিলেন। রোগীদেরকে ইচ্ছামতো এন্টিবায়োটিক দিচ্ছেন। এছাড়া কোনো ডিগ্রি না থাকা সত্ত্বেও তারা নিজেদেরকে বিশেষজ্ঞ ডাক্তার বলে প্রচার করে রোগীদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করছেন। এজন্য তাদেরকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে অঙ্গীকারপত্র দিয়েছেন।’

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বিজয় মিছিলে স্ট্রোক, উপজেলা জামায়াত সেক্রেটারির মৃত্যু
পরবর্তী নিবন্ধএক সপ্তাহের ব্যবধানে বোয়ালখালীর দুই প্রবাসী সহোদরের মৃত্যু