সাতকানিয়ায় দুই পল্লী চিকিৎসককে ১ লক্ষ টাকা অর্থদণ্ড

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ৬ আগস্ট, ২০২৫ at ৮:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় মো. এহসান হাবীব ও সুকুমার দে নামে দুই পল্লী চিকিৎসক বিধিবহির্ভূতভাবে বিভিন্ন অপারেশন পরিচালনা, এন্টিবায়োটিকসহ জীবন রক্ষাকারী ঔষধের যথেচ্ছ ব্যবহার, কোনো বিশেষজ্ঞ ডিগ্রি না থাকা সত্ত্বেও নিজেদের বিভিন্ন জটিল ও কঠিন রোগের বিশেষজ্ঞ বলে প্রচার করার অভিযোগে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার (৬ আগস্ট) বিকেল ৩ টার দিকে উপজেলার ঠাকুরদিঘীর পাড় এলাকার মসজিদ মার্কেটের আন-নুর সেবা সেন্টার ও ছমদিয়া পুকুর পাড় এলাকার মেডিকেল সেন্টার ফার্মেসিতে থাকা ওই দুই পল্লী চিকিৎসকের চেম্বারে অভিযান পরিচালনা করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছেন, মো. এহসান হাবীব ও সুকুমার দে নামে দুই পল্লী চিকিৎসক বিধিবহির্ভূতভাবে বিভিন্ন অপারেশন পরিচালনা, এন্টিবায়োটিকসহ জীবন রক্ষাকারী ঔষধের যথেচ্ছ ব্যবহার, কোনো বিশেষজ্ঞ ডিগ্রি না থাকা সত্ত্বেও নিজেদের বিভিন্ন জটিল ও কঠিন রোগের বিশেষজ্ঞ বলে প্রচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের চেম্বারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে তাদেরকে অর্থদণ্ডের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড জড়িত না হওয়ার শর্তে অঙ্গীকারপত্র নেওয়া হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ওই দুই পল্লী চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। তাই তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির বিজয় শোভাযাত্রা ও সমাবেশ 
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা পাচারকালে ৩ জনসহ আটক ৬