সাতকানিয়ায় চট্টগ্রাম জেলা পরিষদের মালিকানাধীন দীঘিকে (রহমত আলীর দিঘী) অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন পৌরবাসীর ব্যানারে গতকাল বৃহস্পতিবার সকালে দীঘি বাঁচাও, পরিবেশ বাঁচাও, বাগান রূপে দিঘী সাজাও স্লোগানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুস শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যাপক মোহাম্মদ আলমগীর, আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম, আবদুর রহিম, মামুনুর রশিদ, মুক্তিযোদ্ধা হুমায়ুন কাদের, নুরুল ইসলাম, আবদুল গনি, করি মোহাম্মদ জুয়েল, আবুল কাশেম ও আজাদ ইকবাল। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুস শুক্কুর জানান, এক সময় এলাকার মানুষ এ দীঘির পানি পান করেছে। এ দীঘি এলাকার সৌন্দর্যের প্রতীক। অতীতে সতিপাড়াসহ এলাকায় অনেক অগ্নিকাণ্ডের ঘটনায় এ দীঘির পানি মানুষের বসতঘর রক্ষায় সহায়তা করেছে।
অতীতে দীঘির চার পাড়ে কোথাও কোন ধরনের স্থাপনা ছিলনা। সম্প্রতি সাতকানিয়া উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে দীঘির পাড়ে গড়ে উঠা কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
কিন্তু এখন একটি মহল দীঘির পাড়ে পুনরায় স্থাপনার কাজ চালিয়ে যাচ্ছে। দীঘির পাড়ে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বর্তমানে চলমান স্থাপনার কাজ বন্ধ না হলে এ দীঘি রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এজন্য দীঘির পাড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জোর দাবি জানাচ্ছি।