সাতকানিয়ায় ‘তৃণমূল’ বিএনপির ঝাড়ুমিছিল

নবগঠিত উপজেলা ও পৌরসভা কমিটি বাতিলের দাবি

| মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ৫:১৬ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নব গঠিত কমিটি বাতিলের দাবিতে উপজেলা ও পৌরসভা ‘তৃণমূল’ বিএনপির ব্যানারে ঝাড়ু মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মে দিকে উপজেলার সাতকানিয়া রাস্তার মাথা থেকে একটি ঝাড়ু মিছিল শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট এলাকা প্রদক্ষিণ করেন। পরে কেরানিহাটের উত্তরমাথা এলাকায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন। বক্তব্য রাখেন আবদুল কাইয়ুম,হাফেজ আহমদ চেয়ারম্যান, মনজুর আহমদ, মো. শফি, কামাল উদ্দিন, মো. বাবুল, লোকমান, আব্দুস সাত্তার, মোসা্তফিজ, আবু তৈয়্যব, খোরশেদ, মো. রিয়াজ, ফরহাদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, যারা দলের দুঃসময়ে কাছে ছিল না তাদের দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। তাই এ কমিটি বাতিল করে আগামী এক সপ্তাহের মধ্যে তৃণমূল বিএনপির নেতা-কর্মী দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। না হলে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করে নতুন কমিটি গঠনে বাধ্য করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে সাংবাদিকের বাসায় দুর্বৃত্তের হামলা
পরবর্তী নিবন্ধঅপহরণের সাড়ে ১৩ ঘণ্টা পর উদ্ধার তিন শ্রমিক