সাতকানিয়ায় তাসিফ হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

ভোটের দিন সহিংসতা

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:৫৯ অপরাহ্ণ

সাতকানিয়ার নলুয়ায় ভোটের দিন দায়ের কোপে মো. ইয়াছিন প্রকাশ তাসিফ নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় আরো এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মো. এমরান আহমদ(২৫)।

গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতকানিয়া থানা পুলিশ কিশোর মো. ইয়াছিন প্রকাশ তাসিফ হত্যা মামলার আসামি সুনামগঞ্জের ছাতকের পাটলী দেওরগাঁও এলাকার আলী আকমলের পুত্র (বর্তমান ঠিকানা-চট্টগ্রাম নগরীর ডবলমুরিং) মো. এমরান আহমদকে গ্রেপ্তার করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিল জানান, “গ্রেপ্তারকৃত এমরানকে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আজ রবিবার(১৩ ফেব্রুয়ারি) আদালতে হাজির করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। আজ তাকে রিমান্ডে আনা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা
পরবর্তী নিবন্ধবৈদ্য বাড়ির আসন ঘরে আগুনের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে