সাতকানিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস চালক মো. সুমন (৪৫) নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ চারা বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছে। নিহত বাস চালক সুমন ভৈরবের সূর্য মিয়ার পুত্র।
পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার রাতে কক্সবাজারমুখী এসআই পরিবহনের যাত্রীবাহী একটি বাস সাতকানিয়াস্থ চারা বটতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চালক মো. সুমন ঘটনাস্থলে নিহত হন। এছাড়া বাসের হেলপারসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ এরফান জানান, যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বাসের চালক সুমন নিহত হয়েছে। ট্রাক ও বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।