সাতকানিয়ায় কাঠবাহী জিপ উল্টে আবিদুল ইসলাম (১২) নামে ৪র্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। গত মঙ্গলবার দিনগত রাত দেড়টায় সোনাকানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম সাইরতলী হযরত আজগর শাহ্ (র.) মাজার এলাকার মালুয়ার জমির বটতল নামক পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা ছাত্র একই ইউনিয়নের পশ্চিম সাইরতলী এলাকার আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় মো. রফিক (৩৩) ও মো. রহিম (৩৫) নামে আরো দুইজন গুরুতর আহত হয়েছে।
নিহতের বোন ওয়াহিয়া নেজাম সামিরা জানান, ঘটনার দিন সন্ধ্যায় গরু খুঁজতে বের হয় আবিদুল। অনেক রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে দুর্ঘটনাস্থলে তাকে মাটিতে পড়ে থাকতে দেখতে পান। তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সোনাকানিয়ার পশ্চিম সাইরতলী এলাকায় কাঠবোঝাই ট্রাক উল্টে একজনের মৃত্যু হয়েছে। তার লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য স্বজনরা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছেন।