সাতকানিয়ায় ছয় দোকানদারকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

ক্রয়মূল্যের শতভাগের চেয়েও অধিক মূল্যে পণ্য বিক্রিসহ নানা অভিযোগ

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ক্রয়মূল্যের শতভাগেরও বেশি মূল্যে পণ্য বিক্রিসহ নানা অপরাধে ছয় দোকানদারকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কেরানীহাটের বিভিন্ন দোকানে এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

জানা যায়, গতকাল সকালে কেরানীহাটের বিভিন্ন মার্কেটে ঈদ বাজার মনিটরিং করা হয়। এসময় ক্রয়মূল্যের শতভাগের চেয়েও অধিক মূল্যে পণ্য বিক্রি, বিক্রিত পণ্যে ক্রেতাকে ক্যাশ মেমো না দেয়া, ঈদ উপলক্ষে মূল্য বৃদ্ধি করে প্রাইস ট্যাগ লাগানো, কম মূল্যের পণ্যে ব্র্যান্ডের ট্যাগ লাগানো, বিক্রিত পণ্যের যথাযথ ভ্যাট না দেয়াসহ ক্রেতাদের সাথে প্রতারণার দায়ে ছয় দোকানদারকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরমধ্যে নাকফুল শপিং মলকে ১ লাখ টাকা, নিউ মার্কেটের আম্মাজান পাঞ্জাবি হাউসকে ৫০ হাজার, এন্টিক শপিং হাউসকে ৩০ হাজার, শৈল্পিককে ২০ হাজার, ওয়েস্টউডকে ১০ হাজার, সু বাজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী জানান, দোকানদাররা ক্রেতাদের কাছ থেকে ইচ্ছামতো মূল্য নেয়াসহ বিভিন্ন ধরনের প্রতারণা করে যাচ্ছে। ফলে এসব দোকানদারদের বিভিন্ন অংকের জরিমানা করে সতর্ক করা হয়েছে। আগামীতে একই ধরনের প্রতারণায় লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধফিটনেস নেই, তিনটি গাড়িকে জরিমানা
পরবর্তী নিবন্ধমাঝখানে দেয়াল দিয়ে প্রাচীন পুকুর ভরাট