সাতকানিয়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমন গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ১২:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারছ সম্পাদক ইয়ামিনুর রহমান ইমন (৩৬) কে গ্রেফতার করেছে। শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পন্ডিতের বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমন উপজেলার এওচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পন্ডিতের বাড়ির আবদুল মাবুদের ছেলে।

সাতকানিয়া থানার সহকারি উপ-পরিদর্শক সুমন হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়ামিনুর রহমান ইমন নিজ এলাকায় অবস্থান করছেন; এ তথ্যের ভিত্তিতে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পন্ডিতের বাড়ির এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, ডেবিল ইমন এলাকায় অবস্থান করার খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। আগামীকাল রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজুলাই স্পিরিট হবে সাংস্কৃতিক বিপ্লবের প্রধান হাতিয়ার : মেয়র শাহাদাত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে এতিমখানার ফ্রিজ থেকে কাঁচা মাছ-মাংস চুরি