সাতকানিয়ায় চট্টগ্রামগামী বাস থেকে মাদক বিক্রেতা গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ১৪ ডিসেম্বর, ২০২০ at ১০:৫৩ অপরাহ্ণ

সাতকানিয়ায় ২ হাজার ১শ’ ৫০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম সাব্বির আহমদ (২১)। গতকাল রবিবার রাতে উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায, ঘটনার দিন রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাসযোগে ইয়াবা পাচারের খবর পেয়ে সড়কের সাতকানিয়াস্থ কেরানিহাট এলাকায় তাৎক্ষণিকভাবে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বাসে তল্লাশি শুরু করে পুলিশ।
এ সময় হানিফ পরিবহনের চট্টগ্রামগামী একটি বাসকে (নং-ঢাকা মেট্রো-ব-১৪-৪৬৪৪) সিগন্যাল দিয়ে থামানোর পর যাত্রী সাব্বির আহমদ গাড়ি থেকে নেমে কৌশলে পালিয়ে যাচ্ছিলেন। তখন তাকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে ২ হাজার ১শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারকৃত সাব্বির আহমদ কক্সবাজারের বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের ৭নং ব্লকের মৃত সৈয়দ আলমের পুত্র।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত সাব্বির আহমদ একজন পেশাদার ইয়াবা বিক্রেতা।
তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আজ সোমবার (১৪ ডিসেম্বর) আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি বদির সন্তান দাবি ২৬ বছরের যুবকের
পরবর্তী নিবন্ধসাংবাদিক নেতা শহীদ উল আলমসহ ৭ জনের আগাম জামিন আবেদন খারিজ