সাতকানিয়ায় গাছের টুকরোর চাপায় শিশুর মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৭:০০ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় রাস্তার পাশে রাখা গাছের টুকরোর চাপায় মো. শাহেদ () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া ডেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শাহেদ ওই এলাকার বাসিন্দা মো. সেলিমের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, কেঁওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডেলিপাড়া এলাকায় রাস্তার পাশে থাকা একটি গাছ কেটে টুকরো করে রাখা হয়েছিল। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে শ্রমিকরা গাছের ওই টুকরোগুলো সড়কের এক পাশ থেকে অন্য পাশে সরিয়ে রাখছিলেন। এ সময় রাস্তায় খেলতে থাকা শিশু শাহেদ অসাবধানতাবশত গাছের টুকরো রাখার স্থানের কাছে চলে যায়। শ্রমিকরা গাছের টুকরো ফেলতে গেলে শিশুটি এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেঁওচিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিকরা টুকরো করা গাছ সড়কের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে ফেলছিলেন। এ সময় গাছের টুকরোর চাপায় শাহেদ নামের এক শিশুর মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন
পরবর্তী নিবন্ধপরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণকারীদের দেয়া হল গাছের চারা