সাতকানিয়ায় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ১৭ এপ্রিল, ২০২১ at ৯:১৩ অপরাহ্ণ

সাতকানিয়ায় ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৮ হাজার ৬শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এসময় ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তার এবং পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো মো. আবুল হোসেন (৩২) ও মো. মানিক মিয়া (২৯)।
গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের হাসমতের দোকান এলাকায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন ভূঁঞা জানান, ট্রাকযোগে ইয়াবা পাচারের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ হাসমতের দোকান এলাকায় অবস্থান নেয়।
এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাককে থামানোর জন্য সিগন্যাল দিলে গাড়ি থামিয়ে চালক ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখন র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটকের পর জিজ্ঞাসাবাদ চালায়।
জিজ্ঞাসাবাদকালে ট্রাকচালক ও হেলপার জানায়, তাদের ট্রাকের কেবিনের পেছনে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে। পরে তাদের দেখানো মতে ৩৮ হাজার ৬শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তখন ট্রাকচালক কুমিল্লার কোতোয়ালি থানার মনিপুর এলাকার মৃত কাজী আবদুর রহিমের পুত্র মো. আবুল হোসেন ও হেলপার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার মো. শহীদুল ইসলামের পুত্র মো. মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। একই সাথে ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকা। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত থাকার কথা র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় র‌্যাব সদস্য বাদি হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামীকে আজ শনিবার আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধভাবীকে হত্যা করে আত্মগোপন চট্টগ্রামে: ৫ বছর পর মিস্ত্রিপাড়া থেকে গ্রেফতার
পরবর্তী নিবন্ধস্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাস মাদ্রিদের প্রচারণা