সাতকানিয়ায় এমপি নদভী সকল সূচকে দেশ অনন্য উচ্চতায় পৌঁছেছে

| রবিবার , ১৯ মার্চ, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেছেন, শেখ হাসিনার সততা, নিষ্ঠা, ঐকান্তিকতা, দৃঢ় মনোবল, প্রজ্ঞা ও অসাধারণ নেতৃত্বের ফলে বাংলাদেশ আজ বিশ্ব পরিমন্ডলে অন্যরকম উচ্চতায় প্রতিষ্ঠিত। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। গত ১৪ বছরে দেশ সকল সূচকে অনন্য উচ্চতায় পৌঁছেছে।

তিনি গত ১৭ মার্চ সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ডলু নদীর বাম তীরে গোলাঘাট এলাকায় ১০০ মিটার তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, ছনখোলা কেন্দ্রীয় জামে মসজিদ জুমার খুতবা, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে খতমে কোরআন, কেককাটা, হালুয়াঘোনা থেকে মনুফকির হাট সংযোগ সড়কে ব্রিজ উদ্বোধন, পূর্ব চুড়ামনি সড়কে বুড়াছড়ি খালের উপর ২২ মিটার ব্রিজের উদ্বোধনকালে এসব কথা বলেন।

এই সময় আরও উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএ আসাদ, গোলাম ফেরদৌস রুবেল, জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী, মাদার্শা ইউপি চেয়ারম্যান আবু নঈম মুহাম্মদ সেলিম, নজরুল ইসলাম মানিক, নলুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, ছদাহা ইউপি চেয়ারম্যান মোরশদুল আলম, ঢেমশা ইউপি চেয়ারম্যান আসলাম সরওয়ার রিমন, মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সিকদার, মোহাম্মদ জাকারিয়া, হারেজ মুহাম্মদ, পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিছ, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, দেলোয়ার হোসেন বেলাল, মোহাম্মদ আমিন চৌধুরী, মোহাম্মদ মাঈনুউদ্দিন, আব্দুল মান্নান, মুহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ জাহেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদায় কার্প জাতীয় মাছ অবমুক্ত করলেন ফজলে করিম
পরবর্তী নিবন্ধকালীপুরে কোকদন্ডী হাইস্কুল সড়কের কার্পেটিং কাজ উদ্বোধন