সাতকানিয়ায় আলিম-মরিয়ম হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও মাহফিল

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ৭:০৭ পূর্বাহ্ণ

সাতকানিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বটতল গোয়াজর পাড়ায় অবস্থিত আলিমমরিয়ম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সভা ও ইছালে সাওয়াব মাহফিল গতকাল রাত ৯টার সময় বটতল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং পরিচালক মিজানুর রহমানের উপস্থাপনায় দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খতমে কোরআন, দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম বলেন, “আলিমমরিয়ম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠান শুধু কোরআনের হাফেজ তৈরি করছে না, বরং এতিম ও অসহায় শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলছে।” বাদে মাগরিব আন্তর্জাতিক ক্বারিদের কণ্ঠে পবিত্র কোরআনের তিলাওয়াত অনুষ্ঠিত হয়। তিলাওয়াত করেন পাকিস্তানের আন্তর্জাতিক ক্বারি মুফতি সাহাবউদ্দীন, মিশরের ক্বারি সালাহ মোহাম্মদ সোলাইমান, ইরানের ক্বারি সাঈদ জাওয়াদ হোসাইন এবং বাংলাদেশের ক্বারি আব্বাস উদ্দীন। অনুষ্ঠানের একপর্যায়ে এতিমখানার তিনজন হাফেজকে দস্তারবন্দি করে পাগড়ি পরিধান করানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আলিমমরিয়ম ফাউন্ডেশনের উপদেষ্টা এম এ করিম, মাদ্রাসা কমিটির সিনিয়র সহসভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ মাদ্রাসা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান ক্লাব যাকাত তহবিলের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ
পরবর্তী নিবন্ধআহমদিয়া রহমানিয়া শিশু কিশোর পরিষদের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা