সাতকানিয়ায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মাহামুদুল হক প্রকাশ মাদু (৫৫)।
গতকাল বুধবার রাতে উপজেলার দ্বীপচরতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাহামুদুল হক সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের দ্বীপচরতি এলাকার মো. হোসেনের ছেলে। তিনি একটি হত্যা মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, মাহামুদুল হক সাতকানিয়া থানার একটি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় ফেরার খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার (আজ) আদালতে পাঠানো হবে।












