সাতকানিয়ায় আবাদি জমি মাটি ব্যবহার ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ২ ভাটা মালিককে জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৭:২৪ অপরাহ্ণ

সাতকানিয়ায় ইট তৈরির কাজে আবাদি জমির মাটি ব্যবহার করায় এবং পরিবেশ ছাড়পত্র বিহীন ভাটা পরিচালনা করায় ২ ইটভাটার মালিককে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদোনা এলাকায় এসএমবি ও বিবিএম ইটভাটায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

উপজেলা প্রশাসন সূত্রমতে, সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদোনা এলাকার ভাটার মালিকরা দীর্ঘদিন ধরে ইট তৈরির কাজে আবাদি জমির মাটি ব্যবহার করে আসছে। এছাড়া পরিবেশ ছাড়পত্র বিহীন ভাটা পরিচালনা করে আসছিল। খবর পেয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান গতকাল সেখানে অভিযান চালান। এসময় আবাদি জমির মাটি ব্যবহার ও পরিবেশ ছাড়পত্র না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এসএমবি কে ৩ লক্ষ টাকা ও বিবিএম কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, ভাটাগুলো আবাদি জমির টপসয়েল দিয়ে ইট তৈরি করছে। এছাড়া পরিবেশ ছাড়পত্র বিহীন ভাটা পরিচালনা করে আসছে। এজন্য ২ ইটভাটার মালিককে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী শাহজাহান
পরবর্তী নিবন্ধনির্বাচনে লড়তে চেয়ারম্যান পদ ছাড়লেন আলোচিত লিয়াকত আলী