সাতকানিয়ায় আগুনে পুড়ল ৬ দোকান

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৭:০৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে নজরুল ইসলাম ও জসীম উদ্দীনের তেল ও গ্যাসের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় নজরুল ইসলাম ও জসীম উদ্দিনের গোডাউনসহ জ্বালানি তেল ও গ্যাসের দোকান, মো. বাবুলের জাফরাবাদ হোটেল, জাহাঙ্গীর আলমের ভলকানাইজিং, ছৈয়দ আহমদের গ্যারেজ, মো. শাহজাহানের মোটরসাইকেল ওয়ার্কসপ এবং আবুল কাশেমের ক্রোকারিজসহ ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয় জনতার সহায়তায় প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ায় পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে দূরপাল্লার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলে প্রায় দেড় ঘণ্টা পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় ব্যবসায়ী সমিতির আহবায়ক মো. নাসির উদ্দিন চৌধুরী জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ৬টি দোকান পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা সর্বস্ব হারিয়ে একেবারে পথে বসেছেন বলে জানান তিনি। সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্ণায়েন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এর আগে ৩টি দোকান পুরোপুরি এবং ৩টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে নিরূপন করা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধপেট্রোল মজুদের হিড়িক
পরবর্তী নিবন্ধঅস্ত্র গুলিসহ গ্রেপ্তার ২