সাতকানিয়ায় অস্ত্র–গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মোহাম্মদ সেলিম (৪১)। গতকাল রবিবার রাতে উপজেলার পশ্চিম ঢেমশার ইছামতি আলীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত শনিবার রাতে পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইছামতি আলীনগরের দৌলত পাড়ার মৃত মোঃ ইসহাকের পুত্র অস্ত্রধারী মোঃ সেলিম এলাকায় অবস্থান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতের দেখানো মতে তার বসতঘর থেকে ১টি দেশীয় তৈরি এক নলা বন্দুক, ২০ রাউন্ড কার্তুজ ও ২টি দা উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মনজুরুল হক জানান, গ্রেপ্তারকৃত সেলিম এলাকার চিহ্নিত অস্ত্রধারী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজ সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।












