চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক ও ২০টি গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতী দৌলত পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মোহাম্মদ সেলিম (৪১)। তিনি উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতী আলীনগর দৌলত পাড়া এলাকার মৃত ইছহাকের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইছামতি আলীনগর দৌলত পাড়া হতে মোহাম্মদ সেলিমকে ১ টি দেশীয় তৈরী একনলা বন্দুক এবং ২০ টি কার্তুজ ও ২ টি দাসহ গ্রেফতার করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।












