সাতকানিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

দরজার তালা ও জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ, স্বর্ণালঙ্কার-টাকা লুট

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় দরজার তালা ও জানালার গ্রিল কেটে এক বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হোছাইন মোহাম্মদ এহেসানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের গৃহকর্তা মোহাম্মদ এহেসান বলেন, ঘটনার দিন রাত ৩টার দিকে ১০১২ জনের সশস্ত্র ডাকাত দল আমার বাড়ির সীমানাপ্রাচীর টপকিয়ে উঠানে আসে। এরপর দরজার তালা ও জানালার গ্রিল কেটে ঘরের ভেতর প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাপক লুটপাট চালায়। এ সময় ডাকাতদল নগদ ১ লাখ ১৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ৫টি মোবাইলসহ মোট ১৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী রেললাইনে ৩টি মোবাইল পাওয়া যায়। তিনি আরও বলেন, ঘরে ডাকাত প্রবেশের খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা ফাঁকা গুলি করতে করতে চলে যায়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাত কবলিত পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের সাথে কথা বলেছি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধইপিজেডে পাঁচ কারখানায় শ্রমিক বিক্ষোভের পর ছুটি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত শহর হিসেবে গড়ে তুলতে চাই