সাতকানিয়ায় অস্ত্রসহ দুই কিশোর আটক

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুই কিশোরকে আটক করেছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ছাদাহা ৮নং ওয়ার্ডের দক্ষিণ বিল্লা পাড়া বসন্ত পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে অস্ত্র ও ইয়াবাসহ আটক করেছে।

আটকৃতরা হলেন, আবুল কাশেমের ছেলে মোহাম্মদ তারেক (২২) ও নুরুল আলমের ছেলে মিনারুল আলম (১৯)।আটককৃত দু’জনই ছদাহা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।

জানা যায়, আটককৃতরা ইয়াবা সেবন অবস্থায় ছিল। তাদের দেহ তল্লাশির সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ২টি শর্টগানের কার্তুজ (লিডবল), ১টি লোহার স্টিক, ৩টি স্মার্টফোন, ৬টি বাটন ফোন ও ২৮ পিস ইয়াবা ট্যাবলেট।

আটককৃত দু’জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

আটককৃত মোহাম্মদ তারেকের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ৩টি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় হত্যা মামলার ওয়ারেন্টও রয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বিদেশি পিস্তল ও কার্তুজসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার তারেকের বিরুদ্ধে, হত্যা মামলাসহ ৪টি রয়েছে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলামায় ইটভাটায় অভিযানেকালে সংঘর্ষ, আহত ৫৭, গ্রেফতার ৮
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ব্যবসায়ী গুলিবিদ্ধ