সাতকানিয়ায় অসহায় মহিলার মাটির ভাঙা ঘর নির্মাণে আর্থিক সহায়তা

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৯:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় সনাতনী সম্প্রদায়ের অসহায় এক মহিলার মাটির তৈরি ভাঙা ঘর নির্মাণে এগিয়ে আসলেন সমাজসেবক হাফেজ আলহাজ্ব আবু তাহের। ঘটনাটি আজ রবিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া গ্রামের ৬ নং ওয়ার্ডের কর্মকার পাড়ায় ঘটেছে।

জানা যায়, উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কর্মকার পাড়ার বয়োবৃদ্ধ মহিলা মিনু রানী কর্মকার এর মাটির তৈরি ঘরটি জড়ো হাওয়া ও বৃষ্টিতে ভেঙ্গে যায়। এরপর থেকে মিনু দীর্ঘদিন যাবৎ ওই ঘরে সীমাহীন কষ্ট করে বসবাস করে আসছিলেন।

তার এমন কোন সামর্থ্য ছিল না যে ঘরটি নতুন করে পুনরায় তৈরি করার। এমন অসহায়ত্বের খবর শুনে এগিয়ে আসেন মহিলার পার্শ্ববর্তী রঙ্গীপাড়ার সমাজসেবক প্রবাসী হাফেজ আলহাজ্ব আবু তাহের। তিনি বিষয়টি শুনে সরেজমিনে গিয়ে ওই মহিলার দু:খ-দুর্দশার কথা শুনে ভাঙ্গা মাটির ঘরটি মেরামতের জন্য প্রাথমিকভাবে নগদ ২ লক্ষ টাকা প্রদান করেন।

উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলহাজ্ব হুমায়ুন রশিদ, প্রবাসী মোহাম্মদ ইসহাক জানান, হিন্দু সম্প্রদায়ের এক মহিলার অসহায়ত্বের খবর শুনে সমাজসেবক হাফেজ আবু তাহের ঘরটি নির্মাণের জন্য আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন।

যোগাযোগ করা হলে সমাজসেবক হাফেজ আলহাজ্ব আবু তাহের জানান, মহান আল্লাহর রহমত ও সকলের দোয়ার কারণে অসহায় লোকদের সেবা করতে পারলে নিজের আত্মায় শান্তি লাগে। এ ধরনের মানবসেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধনানা নাটকীয়তার পর চট্টগ্রামে বিএনপি প্রার্থী জসিমের মনোনয়নপত্র বৈধ
পরবর্তী নিবন্ধতারেকের বাসা ও বিএনপি অফিসের সামনে থেকে গ্রেপ্তার ৩