সাতকানিয়ায় অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:৪৯ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় তেমুহনী বিলের আবাদি জমিতে অবৈধ ইটভাটা স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গত শুক্রবার সকালে উপজেলার কালিয়াইশ, ধর্মপুর ও তেমুহনীর সর্বস্তরের জনসাধারণের ব্যানারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ পাঠানীপুল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলী হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান মনির আহমদ, অধ্যাপক মো. এনাম, আওয়ামী লীগ নেতা রিপন দাশ সুজন, লোকমান হাকিম, হেলাল উদ্দিন টিপু, কেঁওচিয়া ইউপি সদস্য আবদুস শুক্কুর, আহমদ কবির, অ্যাড. মো. সাইফুদ্দিন হাসান, মো. সেলিম উদ্দিন ও আহমদ কবির।
এতে বক্তারা বলেন, কেঁওচিয়ার তেমুহনী, কালিয়াইশ ও ধর্মপুরের বেশির ভাগ মানুষ কৃষি নির্ভরশীল। এখানকার বিস্তীর্ণ জমিতে আমন ও বোরো আবাদ ছাড়াও রবি শস্যের চাষ হয়। এ বিলের সোনা ফলা জমিগুলোতে ইটভাটা স্থাপন করা হলে অনেক জমি চাষের বাইরে চলে যাবে। এতে এলাকার কৃষি নির্ভরশীল পরিবারগুলো দুর্ভোগে পড়বে। যারা ইটভাটা স্থাপনের তৎপরতা চালিয়ে যাচ্ছে তাদের পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্সসহ বৈধ কোনো কাগজপত্র নাই। প্রশাসনের নিকট অবৈধ ইটভাটা স্থাপনের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবি জানান তারা।

পূর্ববর্তী নিবন্ধসাবেক সাংসদ এম কফিল উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধসংশোধনী