লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সাতকানিয়া উপজেলার বাজালিয়াস্থ ঋষিতীর্থ অনাথ আশ্রমের অনাথদের মাঝে গত ২৭ সেপ্টেম্বর নতুন বস্ত্র, স্কুল ব্যাগ ও উন্নত খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন পার্থ ভট্টাচার্য্য।
লায়ন প্রকৌশলী ঝুলুন কুমার দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দীন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, লায়ন মোহাম্মদ আবু মোর্শেদ, লায়ন মোর্শেদুল হক চৌধুরী।উপস্থিত ছিলেন লায়ন অঞ্জন শেখর দাশ, লায়ন উত্তম কুমার দাশ, লায়ন পরেশ কুমার চৌধুরী, লায়ন অহিদুল ইসলাম সিকদার, লায়ন শিমুল কান্তি নন্দী, লায়ন প্রদীপ দত্ত প্রমুখ। অতিথিবৃন্দ অনাথ শিশুদের মাঝে নতুন বস্ত্র, স্কুল ব্যাগ ও খাবার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












