সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় এক অগ্নিকান্ডের ঘটনায় ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানদাররা। গতকাল শনিবার ভোরে উপজেলার কালিয়াইশ মাস্টার হাট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, গতকাল ভোরে কালিয়াইশ মাস্টার হাট এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় নুরুল ইসলামের মুদির দোকান, শামসুল ইসলাম মেম্বার ও মোস্তাক মিয়ার চায়ের দোকান, নুুরুল ইসলামের মুরগির দোকান, সিরাজুল ইসলামের ওষুধের দোকান এবং ডাক্তার ওমর আলীর চেম্বার পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত মুদির দোকানদার নুরুল ইসলাম জানান, রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। ভোর রাতে জানতে পারি দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে দোকানে এসেছি। কিন্তু কোন মালামাল বের করতে পারিনি। কোন দোকানদার মালামাল বের করতে পারেনি। চোখের সামনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের ৬টি দোকানে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এর আগে ৬টি দোকান পুড়ে গেছে। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি-ঢাকার শিক্ষাবৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এখন স্মার্ট দেশ গড়বে শেখ হাসিনা