সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রতিবাদ সভায় রানা দাশগুপ্ত

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, সাতকানিয়ার কেঁওচিয়ার তেমুহনী চন্ডী বৈদ্যের বাড়ির আসন ঘর পুড়িয়ে দেয়ার ঘটনায় যারা জড়িত রয়েছে। তারা ঘটনার আগে এলাকায় গিয়ে হুমকি-ধমকি দিয়ে দোকান-পাট বন্ধ করার নির্দেশ দেয়। মোটরসাইকেলের বহর নিয়ে পুরো এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসব ঘটনার সাথে জড়িতদেরকে টর্চ লাইটের আলো ফেলে চিহ্নিত করতে হবে না। তাদেরকে এলাকার সব লোক চিনে।
গতকাল শুক্রবার বিকেলে সাতকানিয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, চন্ডী বৈদ্য বাড়ির আসন ঘরে অগ্নিসংযোগকারীরা আপনাদের অনেকের সাথে রাজনীতি করে। তারা খন্দকার মোস্তাক ও মেজর ডালিমের অনুসারী। তারা আপনাদের ভেতরে থেকেই এসব কর্মকাণ্ড চালাচ্ছে। প্রশাসনকে অনুরোধ করবো ঘটনাস্থল থেকে শুধুমাত্র পেট্রোল-অকটেনের বোতল উদ্ধার করলে হবে না, ঘটনায় জড়িতদেরকে গ্রেপ্তার করুন। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
সাতকানিয়া উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে ও সহ সভাপতি কাঞ্চন আচার্য্যের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস হোড়, সহ সভাপতি ডা. অধর লাল চক্রবর্তী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আহমদ সাইফুদ্দিন ছিদ্দিকী, শেখর দত্ত, তাপস কান্তি দে, কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান ও উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওচমান আলী, মাস্টার মো. ইউনুচ, রিপন কান্তি দাশ সুজন, রমা বৈদ্য, সরত জৌতি চাকমা, শ্যামল দে, রঞ্জন আচার্য্য, সৈকত পালিত, ইঞ্জিনিয়ার লিখন দাশ ও রুবেল।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী চন্ডী বৈদ্যের বাড়ির আসন ঘরগুলো (রোগীদের চিকিৎসা দেওয়া হয়) পেট্রোল দিয়ে পুড়ে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবাপ্পী লাহিড়ী ও সন্ধ্যা মুখোপাধ্যায়কে স্মরণ
পরবর্তী নিবন্ধসপ্তসুরের সাংস্কৃতিক অনুষ্ঠান