সাতকানিয়াসহ বৃহত্তর চট্টগ্রামের ৪৪ ইউনিয়নে নির্বাচন ৭ ফেব্রুয়ারি

সপ্তম ধাপ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর, ২০২১ at ৪:৫১ পূর্বাহ্ণ

সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৬ ইউনিয়নসহ বৃহত্তর চট্টগ্রামের ৪৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাতে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।
ইউপি ভোটের তফসিল থেকে জানা গেছে, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি।
সপ্তম ধাপে সারাদেশে ১৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। সপ্তম ধাপের ইউপি ভোটের মধ্য দিয়েই ইউপির ধারাবাহিক নির্বাচন শেষ হবে। এরপর নির্বাচন উপযোগী ইউপিগুলোতে বিচ্ছিন্নভাবে ভোট হবে। ইতোমধ্যে চার ধাপে তিন হাজারের বেশি ইউপি নির্বাচন সম্পন্ন করেছে ইসি। পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোট গ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। আর ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট হবে ৩১ জানুয়ারি। সপ্তম ধাপে সাতকানিয়া উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে সাতকানিয়া, ছদাহা, পুরানগড়, বাজালিয়া, ধর্মপুর, কালিয়াইশ, কেঁওচিয়া, ঢেমশা, মাদার্শা, আমিলাইশ, কাঞ্চনা, নলুয়া, খাগরিয়া, চরতি, পশ্চিম ঢেমশা ও সোনাকানিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এওচিয়া ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্ণ না হওয়ায় এ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে না।
এদিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নে এদিন নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং, চেংগী, পানছড়ি, লতিবান, উল্টছড়ি, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী, খেদারমারা, বাঘাইছড়ি, মারিশ্যা, রূপকারী, বঙ্গালতলী, সাজেক, আমতলী, লংগদুর আটারকছড়া, কালাপাকুইজ্যা, গুলশাখালী, বগাচতর, ভাসান্যাদম, মাইনীমুখ, লংগদু, জুরাছড়ি উপজেলার জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং, দুমদম্যা,
বান্দরাবান সদর উপজেলার বান্দরবান, রাজবিলা ও জামছড়ি ইউনিয়নে ৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ের প্রকৌশলী-ঠিকাদারসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধটাকা ছাড়া লাশ না দেয়ার অভিযোগ