সাতকানিয়ায় মোটর সাইকেল চোর চক্রের হামলায় নিহত শফিকুল ইসলাম মিয়া হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম ছৈয়দ করিম (৩২)। গত মঙ্গলবার রাতে বান্দরবানের লামার পাইতং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, মোটর সাইকেল চুরি করার সময় স্থানীয়রা ছৈয়দ করিমকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করে। পরে তাকে সাতকানিয়ায় আনা হয়।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার ছৈয়দ করিম আলীকদম থানার দক্ষিণ-পূর্ব পালংপাড়ার মৃত জালাল আহমেদের পুত্র। তার বিরুদ্ধে লামা ও চকরিয়া থানায় ৫টি মামলা রয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি সাতকানিয়ার বাইতুল ইজ্জত থেকে মোটর সাইকেল চুরি ও শফিকুল ইসলাম মিয়া হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। পরে আদালতে প্রেরণ করা হবে।












