সাতকানিয়ার কেরানিহাট বাজার এলাকায় নিউমার্কেটে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। শনিবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নিউমার্কেটের ২য় তলায় বনফুল মিষ্টির দোকান ও কেন্ডি নামে একটি খাবারের দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।-বাংলানিউজ
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।












