সাতকানিয়ার ধর্মপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

| মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ফকির পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য, বিজিসি ট্রাস্ট বোর্ড অব ট্রাস্টি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফের পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুর কামাল চৌধুরী, সহ সভাপতি আয়ুব মিয়া, কাজী আরিফ উল্লাহ, সালাউদ্দিন লিটন, হাসান করিম, হুমায়ুন কবির আজাদ, রমজান আলী, যুবলীগ নেতা মো. নজরুল ইসলাম, হাবীবুর রহমান, মো. সুমন, সম্পদ দাশ, ভোলা মাস্টার, মোনায়েম, ছাত্রলীগ নেতা আজম উদ্দীন সহ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ
পরবর্তী নিবন্ধএ টি এম পেয়ারুলের সমর্থনে পুরাতন রেল স্টেশনে গণজমায়েত আজ