সাতকানিয়ায় ধর্মপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ও গোলাগুলি চলাকালে আনোয়ার আলী নিহত হওয়ার ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। জানাজা শেষে নিহতের লাশ দাফন করা হয়েছে। ফের সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য গত মঙ্গলবার বিকেলে সাতকানিয়ার ধর্মপুর চাঁদেরপাড়া এলাকায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন টিপু ও স্বতন্ত্র প্রার্থী এম. ইলিয়াছ চৌধুরী এবং তাদের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ মুখোমুখি সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় আনোয়ার আলী নিহত হন।
এদিকে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত আনোয়ার আলীর লাশ ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। গতকাল জানাজা শেষে নগরীর হালিশহর এলাকায় তার লাশ দাফন করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী এম. ইলিয়াছ চৌধুরী জানান, আমাদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগ প্রার্থী নাছির উদ্দিন টিপু ও তার কর্মী সমর্থকরা হামলা চালিয়েছে। এ ঘটনায় আমার ১ কর্মী নিহত হয়েছে। তবুও পুলিশ আমার কর্মী সমর্থকদের গ্রেপ্তার ও খোঁজাখুঁজি করছে। প্রচারণা থেকে বিরত থাকার জন্য আমাকে প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। মূলত আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে দমন-নিপীড়ন চালাচ্ছে।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাছির উদ্দিন টিপু জানান, আমি কয়েকজন কর্মী সমর্থকদের নিয়ে চাঁদেরপাড়া নির্বাচনী কার্যালয়ে বসে কথা বলছিলাম। এসময় স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছের নেতৃত্বে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে কামাল ও আহমদুর রহমানসহ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করবো।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল জানান, ধর্মপুরে দুই চেয়ারম্যান প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার আলী নিহত হওয়ার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এ বিষয়ে থানায় কেউ কোনো ধরনের অভিযোগও দায়ের করেনি। এলাকায় পুনরায় যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে এজন্য পুলিশ মোতায়েন রাখা হয়েছে।