সাতকানিয়ার চিব্বাড়িস্থ হাজী এবাদুল্লাহ-এলাম খাতুন মসজিদে সভা

| শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৯:১৫ পূর্বাহ্ণ

সাতকানিয়া সদর ইউনিয়নের চিব্বাড়িস্থ হাজী এবাদুল্লাহএলাম খাতুন মসজিদে এক আলোচনা সভা শুক্রবার বেলা ১২টায় অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয়। অনুষ্ঠাানে সভাপতিত্ব করেন ফুলকলি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের এমডি শাহ্‌ আলম। হাজী এবাদুল্লাহএলাম খাতুন হেফজখানা, এতিমখানা, মসজিদ ও হাসপাতালের নব নির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলমানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওঃ হেলাল উদ্দিন মুহাম্মদ জমির উদ্দিন। উদ্বোধক ছিলেন কফিল উদ্দীন। অতিথি ছিলেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মাওঃ মুহিবুল্লাহ বাক্বী, বায়তুশ শরফ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু ছালেহ সলিমুল্লাহ, পটিয়া জিরি মাদ্রাসার মুহতামিম মাওঃ হুবাইব সাহেব, মাওঃ আমির আহমদ। শাহ্‌ মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওঃ মুহাম্মদ জহিরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কল্পলোক আবাসিক জামে মসজিদের খতিব মাওঃ ইসরান সাঈদ, শাহ্‌ মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মাহমুদুল হক, হাজী এবাদুল্লাহএলাম খাতুন হেফজখানা ও এতিমখানার সেক্রেটারি মোঃ আয়ূব, সিনিয়র সহসভাপতি নুর মোহাম্মদ, লোকমান হাকিম, সদস্য মাহফুজ। কোরআন তেলাওয়াতে করেন মোঃ আকিবুল ইসলাম, নাতে রাসুল (সঃ) পেশ করেন ইমদাদুল সাঈদ তামিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে কাতার প্রবাসী রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম
পরবর্তী নিবন্ধপটিয়ায় ছৈয়দ ভাণ্ডার দরবারে বার্ষিক ওরশ সম্পন্ন