সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নে আইবিডব্লিউএফের আলোচনা সভা

| সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এণ্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, আইবিডব্লিউএফ নতুন উদ্যোক্তা তৈরি ও ব্যবসা সমপ্রসারণে অনেক দূর এগিয়ে গেছে। তিনি শনিবার সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়ন আইবিডব্লিউএফের উদ্যাগে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সাতকানিয়া উপজেলা আইবিডব্লিউএফ সভাপতি আবুল কালাম আজাদ চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, কালিয়াইশ ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা আবুল বশর ছিদ্দিকী, উপজেলা সেক্রেটারি দিদারুল আলম, উপদেষ্টা শিক্ষানুরাগী মো. সোলাইমান, কালিয়াইশ ইউনিয়ন উপদেষ্টা এনামুল হক, আবুল বশর জিহাদী ও উপজেলা প্রচার সম্পাদক মো. মহিউদ্দিন।

সাইফুদ্দিন মুহাম্মদ খালেদের সঞ্চালনায় সম্মেলনে আইবিডব্লিউএফ নেতাদের মধ্যে বক্তব্য দেন, মো. আবু ছৈয়দ, সাইফুল ইসলাম আদিল, আনিসুল আলম, মো. ইদ্রিস মিয়া, মো. আবু জাফর, মোহররম আলী, রবিউল হাসান, শহিদুল ইসলাম চৌধুরী, জাকারিয়া কাইসার, মো. হারুন, মো. নজুম উদ্দিন, মো. নুরুল আমিন, মো. আবু ইউসুফ, রাকিবুল হাসান ছোটন, নন্দন কুমার দাশ, নারায়ণ মুহুরি ও মো. আলমগীর প্রমুখ। সম্মেলন শেষে সাইফুদ্দিন মুহাম্মদ খালেদকে সভাপতি, মো.আবু জাফরকে সেক্রেটারি, জাকারিয়া কায়সারকে সাংগঠনিক সম্পাদক, মো. নজুম উদ্দিনকে অর্থ সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট কালিয়াইশ ইউনিয়ন আইবিডব্লিউএফ এর কমিটি গঠন করা হয়। কমিটিতে আবুল বশর সিদ্দিকীকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনকীব খান : সংগীতে ৫০ পেরিয়ে
পরবর্তী নিবন্ধলোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা