সাতকানিয়া মৌলভীর দোকান স্টেশনে ট্রাফিক পুলিশ চাই

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ৫:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া থানার অন্তর্গত মৌলভীর দোকান বেশ পুরোনো একটি স্টেশন। এই স্টেশনের মাঝ দিয়ে অতিক্রম করেছে আরাকান সড়ক। স্টেশনটি গড়ে উঠেছে চৌরাস্তার মুখ নিয়ে। আরাকান সড়কসংলগ্ন মৌলভীর দোকান, স্টেশনের পূর্ব পাশে অবস্থিত একটি উচ্চবিদ্যালয়, রাস্তার পশ্চিম পাশে একটি হাসপাতাল, একটি কলেজ, একটি কামিল মাদ্রাসা, একটি প্রাইমারি স্কুল, দুটো হিফজখানা, একটি কেজি স্কুলসহ একটি গার্লস স্কুল। মৌলভীর দোকান আরাকান সড়কে জেব্রা ক্রসিং লাইন দেওয়া থাকলেও ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ রাস্তা পারাপারে হিমশিম খায়। কারণ, রাস্তায় চলা যানবাহনগুলো মেনে চলছে না কোনো জেব্রা ক্রসিংয়ের আইন। দ্রুতগতিতে গাড়ি চালান চালকেরা। ফলে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। তাই মৌলভীর দোকান মোড়ে রাস্তা পারাপারের ক্ষেত্রে ট্রাফিক বিভাগের বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি।

আবদুর রশীদ

মৌলভীর দোকান, সাতকানিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধতারামন বিবি বীর প্রতীক : এক সাহসী নারীর পথিকৃৎ
পরবর্তী নিবন্ধকবিতার আত্মকথা