সাতকানিয়া ফটিকছড়িতে দুর্ঘটনায় তিন বাইক আরোহীর মৃত্যু

চন্দনাইশে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দাদার, নাতনি আহত

আজাদী ডেস্ক | রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের তিন জায়গায় পৃথক সড়ক দুর্ঘনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতকানিয়ায় সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে মারা গেছে মোঃ আবদুল্লাহ (১৭) নামের এক বাইক আরোহী। ফটিকছড়িতে মো. শামিম (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী শখের বশে মোটর সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে প্রাণ হারিয়েছে। চন্দনাইশে দ্রুতগতির যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে দাদা নিহত ও নাতনি আহত হয়েছে। নিহত দাদার নাম মো. এয়াকুব নবী (৫৮), আহত নাতনির নাম কাইফা ()

এদিকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি উপজেলার চট্টগ্রামখাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ম্যারেজ পার্ক ক্লাবের সামনে বাস চাপায় মো: রাজু আহমদ (২৮) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক মারা গেছেন। ত্‌র বাড়ি সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা এলাকায়। এ ঘটনায় আরেক মোটরসাইকেলের আরেক আরোহী মো: রায়হান (২০) গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমাদের ফটিকছড়ি প্রতিনিধি জানান, এ ব্যাপারে নাজিরজাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার মোঃ আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় রাজু নামে একজন মারা গেছেন অন্য একজনকে চমেকে প্রেরণ করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে।

সাতকানিয়া প্রতিনিধি : গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদের দক্ষিণে এক দুর্ঘটনায় বাইক আরোহী মোঃ আবদুল্লাহ প্রাণ হারায়। নিহত আবদুল্লাহ বাজালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক গ্রামপুলিশ আবদুল গফুরের ছেলে। এসময় বাইকের পেছনে থাকা আবদুল মাজেদ (১৬) আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাজালিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য সানোয়ারুল হক চৌধুরী রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ফটিকছড়ি প্রতিনিধি জানান : গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনারখিল নামক এলাকায় দুর্ঘটনায় নিহত মো. শামিম দাঁতমারা ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বড় বেতুয়া এলাকার সিএনজি টেঙি চালক ফরিদের দ্বিতীয় পুত্র। জানা যায়, শামিম দাঁতমারা ইউপির পার্শ্ববর্তী পাতাছড়া ইউপিতে নানার বাড়ি বেড়াতে গেলে শখের বশে মোটরসাইকেল চালাতে যায়। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ছেলেটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবপ্রিয় দাস বলেন, লাশ উদ্ধার করা হয়েছে।

চন্দনাইশ প্রতিনিধি জানান : দ্রুতগতির যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত মো. এয়াকুব নবীর বাড়ি উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া বরুমতি ব্রিজ সংলগ্ন কলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো. মোস্তাক আহমদ সওদাগর নামে ধোপাছড়ির এক ব্যক্তি জানান, গত বৃহস্পতিবার এলাকার মৃত আহমদ নবীর (প্রকাশ অন মিয়া) ছেলে মো. এয়াকুব নবী তার ছেলের ঘরের নাতনি কাইফাকে নিয়ে গাছবাড়িয়া কলঘরস্থ মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখানে একদিন থাকার পর গত শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় নাতনিকে নিয়ে ধোপাছড়ি আসার জন্য মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারমুখী শাহ আমিন সার্ভিসের একটি দ্রুতগতির যাত্রাবাহী বাস দাদানাতনিকে ধাক্কা দেয়। এসময় নাতনি কাইফা গাড়ির ধাক্কায় সড়কের পাশে ছিটকে পড়লেও দাদা চলে যান গাড়ির চাকার নিচে। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে গেলে কর্তব্যরত চিকিৎসক এয়াকুব নবীকে মৃত ঘোষণা করেন এবং আহত কাইফাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক বাসটি আটক করলেও চালকহেলপার পালিয়ে যাওয়ায় তাদের ধরতে পারেনি।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান জানান, উক্ত ঘটনায় নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধআবুল কালাম ছিদ্দিকী সভাপতি, তৌহিদুল আনোয়ার সম্পাদক