চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার অন্তর্গত পুরানগড় ইউনিয়নের বৈতরণী এলাকার বঙ কালভার্টের সংস্কার অত্যন্ত জরুরি। এই রাস্তা দিয়ে হাজারো মানুষের যাতায়াত। কালভার্টটি মূলত পুরানগড়, ফকির খিল এবং বৈতরণীকে দোকান্দা, শীলঘাটা ও ধোপাছড়ীর মানুষদের সংযুক্ত করেছে। কালভার্টটি ঝুঁকিপূর্ণ হয়ে আছে দীর্ঘদিন ধরে। এটি পাহাড়ের পাদদেশে হওয়ায় ঝুঁকির মাত্রা অত্যধিক। এছাড়াও কালভার্টের কলামে রয়েছে বড় বড় ফাটল। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। রাস্তাটি দিয়ে ভারী যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক এবং জনসাধারণ। উৎপাদিত ফসলের বাজারজাতকরনের জন্য সবজি ব্যবসায়িরা মালবাহী লড়ি আনতে না পারায় ভোগান্তির পাশাপাশি পরিবহন ব্যয় বাড়ছে। এছাড়াও রোগী পরিবহনে চরম দুর্ভোগে পড়তে হয় জনসাধারণের। আসন্ন বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত হলে কালভার্টটি ধসে পড়ার সম্ভাবনা অত্যধিক। ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং তা বাস্তবায়ন জরুরি।
শুভ বড়ুয়া
শিক্ষার্থী, পরিসংখ্যান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।