সাতকানিয়া থানার ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা

যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ এএসপিকে তদন্তের নির্দেশ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ৯:০৬ পূর্বাহ্ণ

তানভীর হোসেন তুর্কি নামের এক যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে সাতকানিয়া থানার আট পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে। গতকাল চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মোস্তাকিম তাসিনের আদালতে মামলাটি দায়ের করেন সাতকানিয়ার চৌধুরী হাট এলাকার বাসিন্দা রাহাত হোসেন (কফিল)

বাদীর আইনজীবী জুবায়েরুল ইসলাম রাশেদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিচারক মামলাটি গ্রহণ করে সাতকানিয়া সার্কেলের এএসপিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। তুর্কিকে ‘মিথ্যা’ মামলা দিয়ে ফাঁসানো হয়েছে জানিয়ে আইনজীবী বলেন, ‘মিথ্যা’ মামলায় জেলে আছেন তুর্কি। আট অভিযুক্তরা হলেন, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আতাউল হক চৌধুরী, এসআই মো. আব্দুর রহিম, মোস্তাক আহম্মদ, এএসআই রেজাউল করিম, মো. ইকবাল হোসেন, জহিরুল ইসলাম, মহিউদ্দিন মানিক ও কনস্টেবল মো. কবির হোসাইন।

মামলার আরজিতে বলা হয়, গত ১৬ ফেব্রুয়ারি বাদীর ভাই তানভীর হোসেন তুর্কিকে খেলার মাঠ থেকে আটক করে মারধর করা হয়। অমানুষিক নির্যাতন করা হয়। ছাড়ার জন্য ২ লাখ টাকা দাবি করা হয়। দাবি অনুযায়ী টাকা দিলে অন্য কোনো সাধারণ মামলা দিয়ে চালান দেওয়া হবে। না দিলে অস্ত্র মামলা দেওয়া হবে। রাত ১০ টায় সাতকানিয়া থানার পেইজ থেকে আসামিরা তুর্কির সামনে অস্ত্র দিয়ে বিভিন্ন মিডিয়ায় ‘অন্যায়ভাবে’ ছবি প্রকাশ করা হয়। অথচ তুর্কিকে খেলার মাঠ থেকে আটক করার সময় এলাকাবাসী ও তার বন্ধুবান্ধবরা দেখেছেন কোনো অস্ত্র কিংবা গুলি পাওয়া যায়নি বলে।

তুর্কির পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে উল্লেখ করে এজাহারে এও বলা হয়, আসামিদের হুমকিতে বাদী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরপরাধকে মামলা ও ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তারের পর মারধর করে নিজেরা অস্ত্র দিয়ে ‘মিথ্যা’ মামলায় আটক রেখে দণ্ডবিধির বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন আসামিরা।

পূর্ববর্তী নিবন্ধবাড়ি ফেরার সময় সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
পরবর্তী নিবন্ধদেশের সর্বপ্রথম কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণে সিএসই