সাতকানিয়া ও লোহাগাড়ায় ৫০ গৃহ নির্মাণ করবে আল মানাহিল ফাউন্ডেশন

| শুক্রবার , ৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়দের ৫০টি ঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে দাতব্য সংস্থা আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। গতকাল সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ঘর নির্মাণের জন্য নির্বাচিত ৫০টি পরিবারের প্রতিনিধির উপস্থিতিতে আলমানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দীন বিন জমির উদ্দীনের সভাপতিত্বে ও অহীদ সিরাজ চৌধুরী স্বপনের পরিচালনায় গৃহ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় অনুষ্ঠানস্থলে অসহায় ৫০টি ঘরের প্রতিনিধির হাতে ঘরের নামফলক তুলে দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘অতি বৃষ্টির ফলে এবার চট্টগ্রামে যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে তা অতীতে কখনও হয়নি। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ৫০টি পরিবারকে আল মানাহিল নতুন ঘর নির্মাণ করে দিবে জেনে আমি অত্যন্ত আনন্দিত। আমরা করোনার সময়ে তাদের আত্মত্যাগ দেখেছি।

সভায় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক ওহিদ সিরাজ স্বপন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন মোহাম্মদ শামিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপদার্থবিজ্ঞানের ভূমিকা ছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রযাত্রা অসম্ভব
পরবর্তী নিবন্ধলাহোর থেকে আবার কলম্বোতে সাকিবরা