সাতকানিয়া উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ ভবনের সংস্কার কাজ শুরু

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:১৬ অপরাহ্ণ

দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ ভবনের সংস্কার কাজ শুরু হয়েছে।আজ মঙ্গলবার (২৭ মে) সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সাতকানিয়া উপজেলা পরিষদের প্রশাসক মিল্টন বিশ্বাস এ ভবন সংস্কার কাজের উদ্বোধন করেন।

এর আগে তিনি ২০২৪-২০২৫ অর্থবছরের গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) খাত থেকে উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ ভবন সংস্কারের জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ফয়সাল আমীরের সার্বিক দিকনির্দেশনা ভবন সংস্কারের কাজ করছেন শ্রমিকরা। এ ছাড়াও ভবনের সংস্কার কাজ যাতে টেকসই ও মজবুত হয় সে অনুযায়ী কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান বলেন, দীর্ঘ পাঁচ বছর পর উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ ভবনের সংস্কার কাজ শুরু হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। ইউএনও মহোদয় সংস্কার কাজ উদ্বোধন করার পর থেকে নিরবিচ্ছিন্নভাবে কাজ চলছে। আশাকরি শীঘ্রই সংস্কার কাজ শেষ হবে।

উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. ফয়সাল আমীর বলেন, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ ভবন সংস্কারের জন্য বরাদ্দ প্রদান করা ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। ভবনের সংস্কার কাজ যাতে টেকসই ও মজবুত হয় সেজন্য আমরা নিয়মিত কাজের তদারকি করছি।

পূর্ববর্তী নিবন্ধআসলের নামে নকল বৈদ্যুতিক তার উৎপাদন করত তারা
পরবর্তী নিবন্ধহাটহাজারীর ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান গ্রেফতার