সাতকানিয়া উপজেলার কাঞ্চনায় একটি কলেজ স্থাপন সময়ের দাবি

| সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৮:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার কাঞ্চনা একটি ঐতিহ্যবাহী এলাকা। শিক্ষা সংস্কৃতিতে অগ্রসর এই এলাকাটি ব্রিটিশ আমল থেকে অতীব সুপরিচিত। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পর্যাপ্ত প্রতিষ্ঠান থাকায় প্রতি বছর এই এলাকা ও তৎসংলগ্ন কয়েকটি ইউনিয়নের প্রায় হাজারখানেক শিক্ষার্থী এস এস সি পরীক্ষার বৈতরণী পেরিয়ে কলেজগামী হয়। কিন্তু অধিকাংশ দরিদ্র হওয়ায় প্রায় পনের কিলোমিটার দূরবর্তী সাতকানিয়া সরকারী কলেজ এবং বিশ কিলোমিটার দূরবর্তী আলাওল কলেজ এবং একইভাবে বাঁশখালী কলেজে যাতায়াত খরচ বহন করে পড়াশোনা অব্যহত রাখতে পারে না। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, কাঞ্চনাবাসী বহুকাল যাবৎ একটি কলেজ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন মহলে ধর্ণা দিয়ে কোনো সাড়া পায়নি। বছরের পর বছর বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণপূর্বক বহু আবেদন নিবেদনে কোনো সুফল পাওয়া যায়নি। মহোদয় একজন শিক্ষানুরাগী তাই বর্তমান সরকারের ক্ষমতা মেয়াদে কাঞ্চনাবাসী এক বুক আশা নিয়ে মহোদয়ের পানে হাত বাড়িয়েছে। কাঞ্চনায় অবস্থিত তিনটি মাধ্যমিক বিদ্যালয়, নয়টি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মাদ্রাসার চতুর্পাশে অবস্থিত চরতী, আমিলাইশ, এঁওচিয়া এমন কি বাঁশখালী থানার কিছু এলাকা থেকেও হাজার হাজার শিক্ষার্থী কাঞ্চনায় পড়তে আসে। আনুমানিক ২০ কিলোমিটার এলাকার বাসিন্দাদের শিক্ষা কেন্দ্র এই কাঞ্চনা। তাই কাঞ্চনায় একটি কলেজ প্রতিষ্ঠা প্রায় দুই লক্ষ বাসিন্দার প্রাণের দাবি। অতএব, উপরোক্ত বিষয়াদি যথাযথ বিবেচনা পূর্বক চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কাঞ্চনায় একটি কলেজ প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। তাহলে তরুণ শিক্ষার্থীদের স্বপ্নপূরণের মাধ্যমে জাতীয় জীবনে এক যুগান্তকারী অবদান হিসাবে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।

মুহাম্মদ এনামুল হক মিঠু

কাঞ্চনা,

সাতকানিয়া, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধওয়াহিদুল হক : জীবনবাদী সাংস্কৃতিক ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধপ্রতিহিংসা ভালো নয়