সাতকানিয়া উদ্যোক্তা তৈরি ও ব্যবসা সমপ্রসারণে মতবিনিময় সভা

| সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম চৌধুরী বলেছেন, উদ্যোক্তা হচ্ছে ব্যবসায়ীদের পথপ্রদর্শক। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন উদ্ভাবন বা প্রযুক্তিকে পণ্য বা সেবায় রূপান্তর করেন তিনি উদ্যোক্তা। ব্যবসায়ীদের উদ্দেশ্য মূলত মুনাফা অর্জন হলেও উদ্যোক্তারা কঠোর পরিশ্রম করে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কিছু উদ্ভাবনের মাধ্যমে বিশ্বকে চমকে দেয় এবং মানুষ ও মানুষের জীবনকে উন্নত থেকে উন্নততর করে তোলে। এতে উদ্যোক্তাদের জীবনের সফলতা আসে। তাই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে উদ্যোক্তা হওয়ার বিকল্প নাই। তিনি শনিবার সাতকানিয়া উপজেলা আইবিডব্লিউএফের উদ্যোগে উপজেলার কেরানিহাটস্থ সাতকানিয়া রিসোর্ট কমপ্লেক্সে উদ্যোক্তা তৈরি ও ব্যবসা সমপ্রসারণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। আইবিডব্লিউএফ সাতকানিয়া উপজেলা সভাপতি আবুল কালাম আযাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আইবিডব্লিউএফের সেক্রেটারি সৈয়দ আবদুল কাইয়ুম ও উপজেলা উপদেষ্টা সাবেক ছাত্রনেতা তারেক হোসাঈন। মতবিনিময় সভার উদ্বোধন করেন, আইবিডব্লিউএফ সাতকানিয়া উপজেলার সহসভাপতি আমান উল্লাহ। সংগঠনের সাতকানিয়া উপজেলার সেক্রেটারি দিদারুল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসেক্রেটারি এস এম কামারুজ্জামান, সিটি ইউনিটের সভাপতি মো. সরওয়ার কামাল, দক্ষিণ জেলার অর্থ সম্পাদক কাজী মো. জসিম উদ্দিন, সদস্য মো. ইব্রাহিম চেয়ারম্যান, উপজেলার সহসভাপতি নুরুল ইসলাম রাজা, সহসেক্রেটারি সাইফুদ্দিন মো. খালেদ ও প্রচার সম্পাদক মো. মহিউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএ বছর এর্শাদ আলী সরকারের বৈশাখী মেলা হচ্ছে না
পরবর্তী নিবন্ধবিজ্ঞান মহলের আলোকবর্তিকা ছিলেন প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম