সাতকানিয়ার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

| শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৪৩ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নে সামপ্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে ঢেউটিন বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আমানুর রশিদ হিরুর পুরানগড়স্থ বাসভবন প্রাঙ্গণে এই ঢেউটিন বিতরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি ঘর পুনর্নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ থেকে আমরা সেই শিক্ষাই পাই।

এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আমানুর রশীদ হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সালাউদ্দিন শাহরিয়ার, পুরানগড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক সিকদার, সাধারণ সম্পাদক এফ এম আতাউল ইসলাম, বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো নাজিম উদ্দীন, নুরুল আমিন, আকতার উদ্দিন, আবু মোবারক জাহাঙ্গীর, ইখতিয়ার উদ্দিন বাপ্পী, ফরহাদ, আমিনুল এহসান, সাজ্জাদ, ফরমান, এরশাদ, আবু সালেহ, আজাদ, আরিফ, আজিজ, শাহ নেওয়াজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারের উন্নয়নের কথা জনগণের কাছে তুলে ধরতে হবে
পরবর্তী নিবন্ধচসিকের স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানো হচ্ছে