সাতকানিয়ার সামাজিক ও শিক্ষামূলক সংগঠন কাঞ্চনা উন্মুক্ত পাঠাগারের মেধাবৃত্তি পরীক্ষা–২০২৪ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় কাঞ্চনা আনওয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসা কেন্দ্রে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় কাঞ্চনার বিভিন্ন স্কুল–মাদ্রাসাসহ এওচিয়া ও আমিলাইশ ইউনিয়নের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম ও অষ্টম শ্রেণির প্রায় চারশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু তাহের, কাঞ্চনা আনওয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান শামসী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী কোতোয়ালী থানার সেক্রেটারি সেলিম রেজা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ যায়েদ হোসাইন, মঈনুদ্দিন হাসান, নজরুল ইসলাম, শাহাদাত হোসেন, সায়েম হোসেন, নেজাম উদ্দিন, মোহাম্মদ ফিরোজ ও মুহিবুল হক আতিক প্রমুখ।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও পাঠাগারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের প্রভাষক ও ভয়েজ অব চিল্ড্রেনের চেয়ারম্যান নাজিম উদ্দীন। সার্বিক বিষয় তত্ত্বাবধান করেন ২৪নং কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম বিশ্বাস টুটুল ও সমাজকর্মী গিয়াস উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।












