সাতকানিয়ায় ৩ হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা

আজাদী অনলাইন | বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ৩:২৩ অপরাহ্ণ

সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় আবসিক হোটেল সমূহের কার্যক্রম তদারকির পাশাপাশি হোটেলে অবস্থানরতদের পরিচয় ও অবস্থানের কারণ সম্পর্কে গেস্টদের জিজ্ঞাসাবাদ করা হয়।

এছাড়া আবাসিক হোটেল পরিচালনার লাইসেন্স না থাকায় হোটেল রেহাব আবাসিক, নিশাত আবাসিক হোটেল, হোটেল আল-ঈশান এর ম্যানেজারকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

অভিযানে আইনানুগ সহযোগিতা প্রদান করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস দৈনিক আজাদীকে জানান, জন-নিরাপত্তা রক্ষার সার্থে বহিরাগত নাশকতাকারীর অবস্থান চিহ্নিত করার লক্ষ্যে আবাসিক হোটেলে অবস্থানরতদের পরিচয় ও অবস্থানের কারণ সম্পর্কে জানতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গাছ ফেলে সড়কে ব্যারিকেড, তিনটি গাড়িতে আগুন
পরবর্তী নিবন্ধফানতার বোতলে পেট্রোল বোমা, চট্টগ্রামে বিস্ফোরণের আগেই ধরা